বড়লেখায় গভীর রাতে চলছিল টিলা কাটা, ইউএনওর অভিযান, জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ৫:১৭:৪০

বড়লেখা ইনসাইডার প্রতিবেদনঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় টিলা কাটার প্রবণতা কোনোভাবেই বন্ধ হচ্ছে না। এতে হুমকির মুখে পড়ছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য।
প্রশাসনের জরিমানা ও অভিযানের পরও এখানকার পাহাড়-টিলা অবাধে কেটে সমতল ভূমিতে পরিণত করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
সর্বশেষ গত বৃহস্পতিবার মধ্যরাতে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের উত্তর ঘোলসা গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জাফরান হোসেন।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
তিনি বলেন, স্থানীয় একটি মসজিদের পাশেই টিলা কাটা হচ্ছিল বলে তথ্য পাই। খবর পেয়ে অভিযান চালালে অভিযুক্তরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকটি ট্রাক জব্দ করা হয়। পরে টিলা কাটার দায়েজাফরান হোসেন নামে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দণ্ড দেওয়া হয়।
ইউএনও আরও জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




