বড়লেখায় জামায়াত নেতার মামলায় প্রবাসীকে কারাগারে পাঠালো পুলিশ!
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:২০:৩২

নিজস্ব প্রতিবেদক:: স্পেন থেকে ফেরা প্রবাসী আব্দুল সামাদকে (৩৪) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে অন্যায়ভাবে আওয়ামী লীগ কর্মী সাজিয়ে মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে বলে অভিযোগ উঠেছে। সামাদ বড়লেখা উপজেলার গ্রামতলা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
সূত্র জানায, গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ প্রবাসী আব্দুল সামাদকে আটক করে এবং পরদিন (৩ ডিসেম্বর) বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) দেবল চন্দ্র সরকার তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। অভিযোগ রয়েছে, তাকে জামায়াতের একটি মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে দেখানো হয়েছে। যদিও ঘটনার সময়ে সামাদ স্পেনে অবস্থান করছিলেন।
এ ঘটনায় প্রতিবাদে এবং প্রবাসী সামাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ২টায় বড়লেখা পৌর শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক, প্রবাসী নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী ও সমাজসেবক ফয়ছল আহমদ, মাওলানা আব্দুল বাছিত, ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ, প্রবাসী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ জয়নাল আবেদিন, নাজমুল ইসলামসহ প্রবাসী নেতৃবৃন্দ। বক্তারা বলেন, অবৈধভাবে নিরীহ মানুষকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হচ্ছে। এটি সম্পূর্ণ অন্যায় ও নিন্দনীয়। তারা বড়লেখা থানার ওসিকে ২৪ ঘন্টার মধ্যে আব্দুল সামাদকে মুক্তি দেওয়ার দাবি জানান। অন্যথায় তারা কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
বড়লেখা থানার ০৯/২০২৪ নং মামলার বাদী অহিদ আলী জানান, ঘটনার সময়ে আব্দুল সামাদ প্রবাসে ছিলেন এবং তার সঙ্গে কোনোভাবে যুক্ত নন। পুলিশ তার নাম গ্রেপ্তার দেখিয়ে মামলা পরিচালনা করেছে, যা সম্পূর্ণ অন্যায়।
বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই প্রবাসী সম্পৃক্ততার প্রমাণ না মেলে, তবে তাকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হবে।



