বড়লেখায় বিয়ে করতে এসে কনে ছাড়াই বাড়ি ফিরলেন বর!
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩৪:৩৯

বড়লেখা ইনসাইডার প্রতিবেদন:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় একটি বাল্যবিয়ে রোধ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং লিখিত মুচলেকা নেওয়া হয়। অভিযানের পর বর আব্দুল আজিজ রুমেল কনে ছাড়া বাড়ি ফিরে যান।
গেল রোববার রাতে অভিযানটি পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
ইউএনও গালিব চৌধুরী বলেন, রোববার রাতে বড়লেখা পৌর এলাকার একটি রেস্টুরেন্টে বিয়ের আয়োজনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে দেখা যায়, কনের বয়স এখনও ১৮ বছর পূর্ণ করেনি। এটি আইনত স্পষ্টভাবে বাল্যবিয়ে। তাই বরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং লিখিত মুচলেকা নেওয়া হয়।
তিনি আরও বলেন, কনের অভিভাবক ও কাজিকেও সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, কনের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাকে শ্বশুরবাড়ি পাঠানো যাবে না।
প্রশাসন বাল্যবিয়ের বিরুদ্ধে সম্পূর্ণ কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে ইউএনও আরও বলেন, বাল্যবিয়ে কোনোভাবেই মেনে নেওয়া হবে না।




