বড়লেখায় তরুণের মৃত্যু নিয়ে রহস্য!
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩২:৫৩
বড়লেখা ইনসাইডার প্রতিবেদন: বড়লেখায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বড়লেখা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুছেগুল গ্রামে। নিহত তরুণের নাম তারেক আহমদ (২০)। তার বাবার নাম আব্দুল লতিফ।
শনিবার দুপুরে নিজ কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে। তবে এই মৃত্যু আত্মহত্যা নাকি অন্যকিছু বিষয়টি এখনও নিশ্চিত না। এ বিষয়ে পরিবারের লোকজনও কিছু বলতে পারছেন না। পুলিশের ধারণা তারেক আত্মহত্যা করেছেন।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে কী কারণে তারেক আত্মহত্যা করেছেন তা পরিষ্কার নয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।